1
সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল,
বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
2
তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই।
বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তু
মি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ
“কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো,
“কে বলছে” সেটি বিবেচ্য নয়।
পথের ভিখারীও কখনো তোমাকে
পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে।
4
তুমি যদি এখন থেকেইতোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো,
একদিন তোমাকে কাজ করতে হবে
অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।
5
পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো
- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে
যেমন মনোভাব পোষণ করবে ঠিক
তেমনটাই ফিরে পাবে প্রতিদানে।
6
তোমার মেধার ঘাটতি থাকতে পারে,
কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য
কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না-
পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে
নেওয়া যায়, আমিই তার উদাহরণ!
7
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত।
স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে
অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও
পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।
8
প্রাচুর্যের মধ্যে থাকা কালে দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ
9
কাউকে জ্ঞান বিতরণের আগে
জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না।
অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি।
জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট।
Comments
Post a Comment