বাচ্চা নষ্ট করার সব পদ্ধতিতেই এক ধরণের লম্বা নল
জরায়ুতে ঢুকিয়ে গর্ভের শিশুটিকে প্রথমে ক্ষত-বিক্ষত করা হয়।
পরে ভ্যাকুয়াম সাকারের মাধ্যমে শিশুটিকে শুষে আনা হয়।
গর্ভপাতের সময়কার শিশুটির অব্যাক্ত বেদনা কারো কানে পৌঁছে না।
মানুষ নামের নরপশুর নির্মমতায় একটি নিষ্পাপ শিশু মৃত মাংসপিণ্ডে পরিণত হয়।
যেসব মা ক্ষণিকের সুখের জন্য নিজ গর্ভের সন্তানকে পাশবিকভাবে হত্যা করে
তাদের জন্য হৃদয় উগড়ে দেয়া সীমাহীন ঘৃণা।
Abortion জিনিস টা কি???
নিচে একটু পড়ে দেখুন হৃদয়হীন
মানুষের হৃদয়েও কমপনের সৃষ্টি হবে।। …
লেখাটা লিখতে গিয়ে কতবার যে হাত কেপেছে পড়ে দেখুন….,
মনে মনে ভাবুন যদি আপনার সাথে এমনটা হতো !!!???
দেখুন নিজের বিবেকে নাড়া দেয় কিনা !!??
প্রথম মাস** হ্যালো আম্মু…..!!
কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।
দ্বিতীয় মাস** আম্মু, আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি,
তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে! বাইরে আসার সময় এখনো হয়নি আমার,
এখানেই উষ্ণ অনুভব করি খুব।
তৃতীয় মাস** আম্মু তুমি কি জানো আমি যে একটা মেয়ে?
পরী পরী লাগবে আমাকে, আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে,
তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু? আমার জন্য কি কেউ তোমাকে কষ্ট দেয়।
তুমি কাঁদলে আমারও কান্না পায় আম্মু…
চতুর্থ মাস** আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে
আম্মু আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি,
অনেক কিছুই করতে পারি।
পঞ্চম মাস** আম্মু তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে?
কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি,
তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।
ষষ্ঠ মাস** আম্মু আমি অনেক ব্যথা পাচ্ছি আম্মু, ডক্টর সুঁচের মতো কি
যেনো আমার শরীরে ঢুকাচ্ছে, ওদের থামতে বলো আম্মু আমি তোমাকে
ছেড়ে কথাও যাবোনা আম্মু…
সপ্তম মাস** আম্মু কেমন আছো? আমি এখন স্বর্গে আছি,
একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে,
এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে,
তুমি আমাকে কেনো চাওনি আম্মু?
প্রতিটি Abortion মানে একটি হৃদস্পন্দন থেমে যাওয়া…
একটি ফুটফুটে সুন্দর জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া...
.একটি হাসি থেমে যাওয়া… দুটি হাত, যা কখনো কাউকে স্পর্শ করতে পারবেনা…
দুটি চোখ, যা পৃথিবীর আলো দেখবেনা… – আল্লাহ কে ভয় করুন।
আর আমার কথায় যদি ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন,,,
এতো কষ্ট করেই যেহেতু পরতে পেরেছেন আশা করি কষ্ট করেই একটা লাইক কমেন্ট ও করবেন।
হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুণ
❤️❤️❤️❤️❤️
Comments
Post a Comment